এক রাতে – প্রেমের গল্প
🌙 এক রাতে – প্রেমের গল্প
বিদঘুটে অন্ধকার।
চাঁদ আর তারাগুলো যেনো কুটুমবাড়ি গিয়েছে আজ।
আমরা দু’জনে হেঁটে চলছি মেঠোপথ ধরে।
নির্দিষ্ট কোনো গন্তব্য নেই তবুও হেঁটে চলা।
হৃদয় নিংড়ে কিছু প্রেম আলাপ-
তুমি বললে, আমিও বললাম।
‘গোলাপের কলি যেমন তার হৃদয়টা চিরে
হাসিমুখে ফুটে ওঠে আর সুগন্ধি বিলায়–
তেমনি তুমিও।’
‘আকাশের বুকে অসংখ্য তারারা মিটিমিটি করে জ্বলে।
ওগুলো আকাশের অসংখ্য স্পন্দনেরই ঝিকিমিকি সাড়া।
তুমি বললে- তোমার এ হৃদয়টা ঠিক ঐ আকাশ;
হৃদয়ের সকল স্পন্দন ঐ তারার মতো ঝিকিমিকি করে ওঠে—
শুধুই আমাকে ঘিরে।
এ ভালোবাসার চুমিয়া নেয়-
বর্ণময় হৃদয় থেকে এ মায়াবী আঁধারে।’
কথা শেষ হতে না হতেই আরও কাছে এসে
আঁতকে ওঠে বললে-
‘তোমার মুখটা দেখতে ইচ্ছে করছে অনেক।’
ঠিক আমারও একই ব্যঞ্জনা!
ঐটুকুই তো মুখ,
গোলাপ রঙা ঠোঁট প্রসারিত হয়ে-
ধবল শুভ্র দন্তগুলো হাসির অবয়বে ভেসে ওঠে।
কাজল কালো চোখ,
কাঁশফুলে ঢেউ তোলা কালো ভ্রু,
প্রসারিত কপাল,
মেঘের কাছ থেকে চেয়ে আনা কালচে চুল-
এই-তো!
এই বিদঘুটে অন্ধকারে-
মন আজ এ কোন পাগলামিতে মেতে
চেনা মুখ-খানি দেখার জন্য মাদকতার রসে আকুল হয়ে উঠল?
আকাশ জুড়ে মেঘ ছিলো;
তা ছিলো আঁধারে লুকিয়ে।
দু’জনের প্রেমলীলায়
প্রকৃতিও গোপনে ছিলো বুঝি উন্মাত্ত!
বিকট গর্জনে বিদ্যুৎ চমকে-
তীঘ্ন আলোয় ছেয়ে গেলো আঁধার।
এতে, প্রকাশিত হলো সবই; তোমার মুখটাও
তেমনি আমারও!
এই ক্ষণে দু’জনের প্রাণিত রস, তেমনি-
প্রকৃতিও মধুর লীলায় মত্ত হলো।
ক্ষণিক তবুও-
আলিঙ্গন ভরা দ্ব্যর্থ কণ্ঠে শুধালাম পরষ্পরায়-
‘ভালোবাসি তোমায়।’
–
এক রাতে
তারিকুজ্জামান তনয়
১৫ আশ্বিন ১৪২৯, মিরপুর, ঢাকা।
🌸 আরও পড়ুন — Bonopushpa.com
🌼 কালো মেঘ কথা রেখেছে — লিংক
🌸 স্ত্রীর কৃপণ হাসি — লিংক
🌺 ফুল ফুটেছে ঐ — লিংক
🌿 মৌমাছি — লিংক
🌷 না বলা দুঃখ — লিংক
🌻 নিভে যায় নি আলো — লিংক
🍀 ফিরে তাকাও — লিংক
🌹 লেখক — তারিকুজ্জামান তনয় সম্পর্কে — লিংক
🍁 পুতুলের বিয়ে — লিংক
🍃 একটি মুগ্ধফুল ও তার প্রেম বিচ্ছেদ কাহিনী — লিংক
🌸 আরও পড়ুন — Bonopushpa.com
🌼 কালো মেঘ কথা রেখেছে — লিংক
🌸 স্ত্রীর কৃপণ হাসি — লিংক
🌺 ফুল ফুটেছে ঐ — লিংক
🌿 মৌমাছি — লিংক
🌷 না বলা দুঃখ — লিংক
🌻 নিভে যায় নি আলো — লিংক
🍀 ফিরে তাকাও — লিংক
🌹 লেখক — তারিকুজ্জামান তনয় সম্পর্কে — লিংক
🍁 পুতুলের বিয়ে — লিংক
🍃 একটি মুগ্ধফুল ও তার প্রেম বিচ্ছেদ কাহিনী — লিংক
🌿 বুনোপুষ্প – সাহিত্য সুখী করে
ওয়েবসাইট: 👉 www.bonopushpa.com
🦋🦋🦋🌺🌺🌺🪭🪭📌📍☘️🪸🐚