আবার দেখা | তারিকুজ্জামান তনয়
কবিতা : আবার দেখা
আচ্ছা, তুমি কি কিছু শোনাতে এসেছো?
কী বলবে, বল। আমি শোনছি।
নাকি আমাকে দেখতে এসেছো?
আমি সেদিনের মতোই আছি। কোনো পরিবর্তন নেই।
সামান্য আছে। তুমি আসাতে— চঞ্চলতাটুকু।
তুমি চুমু দিয়ে ফুল ফোটাতে পারো।
🪷আর্ট : https://bonopushpa.com/nirmal/
আচ্ছা বলতো, কী কারণে বনের হরিণী লোকালয়ে এলো?
এই মিষ্টি রোদ তোমাকে ভুলিয়েছে? নাকি মাতাল হাওয়ারা?
বললাম, বনে আগুন লেগেছে?
আবারও ক্ষীণ স্বরে বললাম— মন পুড়েছে?
সে আঁখি নামিয়ে মৃদু স্বরে বলল—
‘কিছুই নয়! শুধু মনে ফুল ফোটেছে। তাই…’
আমি বললাম, সে তো স্বর্গ থেকে চেয়েছিলাম।
সে বললে— ‘সেখানেও।’
আমি বললাম— তুমি আমাকে গান শোনাতে পারো?
বলল– ‘হুমম। আপনি বললে।’
বললাম— শোনতে চাই।
‘মনে কর যদি সব ছেড়ে হায়,
চলে যেতে হয় কখনো আমায়,
মনে রবে কী?’
নিশ্চুপ রইল।
আমি বললাম— ঠিক বহুবছর পর যখন ওই চন্দ্র-সূর্য খসে পড়বে,
আরও পরে যখন মানুষ স্রষ্টার দানে নির্মল প্রশান্তি ফিরে পাবে—
তখনও রবো দু’জন দু’জনার।
সে বলল– ‘আমিও, তখনও…।’
🍁 গল্প : https://bonopushpa.com/category/soto-golpo/
কবিতা : আবার দেখা
কলমে : তারিকুজ্জামান তনয়
৩১ ডিসেম্বর ২০২৫, সকাল- শেওড়াপাড়া।
সে আঁখি নামিয়ে মৃদু স্বরে বলল—
‘কিছুই নয়! শুধু মনে ফুল ফোটেছে। তাই…’
সে বলল– ‘আমিও, তখনও…।’
আরও পড়ুন :
কবিতা 🦩🪻
গল্প 🦩 🪻
আর্ট 🦩🪻
উপন্যাস 🦩🪻
সাহিত্য সুখী করে