আগুন ও অহংকার
আগুন মানুষকে সব সময় ব্যস্ত করে রাখে।
হৃদয়ের যে অনুভূতি ভালো তা বড্ড শীতল;
আর যে অনুভূতি মন্দটা তা গরম।
অহংকারের মধ্য দিয়ে মানুষ ব্যস্ত থাকে,
হৃদয়কে পুড়ে তুলে দ্বিগুণ কিংবা তারও বেশি।
অহংকার বা আগুন নিজের ভুলগুলোকে বুঝতে দেয় না।
তুমি, ওই পথে কখনোই যেও নাকো।
আগুন ও অহংকার
তারিকুজ্জামান তনয়
২০২৪
🌸 শায়রীর লিংক তালিকা
-
🌿আমরা মানুষ হিসেবে — লিংক
-
🌷আগুন ও অহংকার — লিংক
-
🌼 কে ভুল বুঝেছে — লিংক
-
🌺 চিৎকার করে কী করবে — লিংক
-
🌻 বিনয় — লিংক
-
🌸 আমরা কেউ স্বাধীন নই — লিংক