আলো
কোথায় তোমার শক্তি, বল; কী বা তোমার রঙ,
গরম লাগে ক্ষণিক পেলেই, না পেলেই বরফ!
আগুন তোমার মাতৃগর্ভ— কী করে তা মানি?
ছোট্ট শিশুটিও তোমায় দেখে ছড়ায় কতো হাসি!
তোমার কী বা ভাষা, বল; কী বা তোমার বচন,
জাগলে তুমি জাগে ধরনী, ডুবলে ঘুমায় সকল!
কী বা তোমার মন্ত্র, বল; কী বা গুণে গুনী,
কালচে শাখায় ফোটে রঙিন ফুল, ফলগুলো সুস্বাদী!
আলোর মাঝে কী আছে ভাই, আলো কত গুণে গুনী!
ধরনীর রূপ দেখি সদাই— আলোর মাঝে ডুবি!
কী ভাই— আলো, তোমার কী আছে কোনো দায়?—
যত আলো—তত ছায়া— এমন খেলায় কে সাজালো তোমায়?
–
আলো বলে— শোনো, ও ভাই— চুপটি করে শোনো,
সকল কাজে দায় আছে, ভাই– যত রূপেই সাজো!
আলো
তারিকুজ্জামান তনয়
০৪ সেপ্টেম্বর ২০২৫
শেওড়াপাড়া, ঢাকা।
🌸 শায়রীর লিংক তালিকা
-
🌿আমরা মানুষ হিসেবে — লিংক
-
🌷আগুন ও অহংকার — লিংক
-
🌼 কে ভুল বুঝেছে — লিংক
-
🌺 চিৎকার করে কী করবে — লিংক
-
🌻 বিনয় — লিংক
-
🌸 আমরা কেউ স্বাধীন নই — লিংক
🌿 বুনোপুষ্প – সাহিত্য সুখী করে
🍊🍏 ওয়েবসাইট: 👉 www.bonopushpa.com