আমরা কেউ স্বাধীন নই
আমরা কেউ স্বাধীন নই!
ইহকাল, পরকাল— কোনো স্থানেই স্বাধীন নই।
যার যা বৈশিষ্ট্য তা মেনে নাও।
সীমাবদ্ধতা যার জন্মগত; তবে—
অসীমের উদ্দেশ্যে ছুটে চলা অবশ্যই অর্থহীন।
আমরা কেউ স্বাধীন নই
তারিকুজ্জামান তনয়
🌸 শায়রীর লিংক তালিকা
-
🌿আমরা মানুষ হিসেবে — লিংক
-
🌷আগুন ও অহংকার — লিংক
-
🌼 কে ভুল বুঝেছে — লিংক
-
🌺 চিৎকার করে কী করবে — লিংক
-
🌻 বিনয় — লিংক
-
🌸 আমরা কেউ স্বাধীন নই — লিংক