দেখেছিলাম বলে

 

জানি, আবার তুমি রঙ মেখে উদ্বেল ছড়াতে আসবেই।

আর আমি নতুন করে কবিতা শোনাবো তোমাকেই।

আচ্ছা বলতো, তোমার চোখের মাঝে আমি কি পেয়েছি?

তুমি বলতে চাইছো, আকাশের ঐ নীল সমুদ্র,

সুনীল সাগরে নোনা জলের রহস্য, ঐ মায়াবী চাঁদের মায়া?

নাকি বলতে চাও, কোন রহস্য ঘেরা উদ্যানের

ঘোলাটে অন্ধকারে ফুটে উঠা পদ্মফুল?

আর, আমি বলি এমন কিছুই নয়। আমি ভেবেছি-

সরল করে তোমার মনের স্পষ্ট দাবি টুকুই।

ও কথাটুকুই যা তুমি চাও বিধাতার কাছে-

আড়ালে-আবদালে। যা পেলে তুমি মৃত্যুকেও-

সুখ বলে মেনে নিতে স্বচ্ছন্দ্য বোধ করো।

 

আমি কি করে বুঝাই- তোমাকে দেখতে মন আমার

কতটা তাজা হয়ে জেগে রয়। তুমি বুঝবে হয়তো-

মৃতপ্রায় ঘাস যখন বর্ষার ধারা ভিজিয়ে দিয়ে

সজীব করে তুলে- তেমন সতেজ! এমন তাজা!

মেঘ বড্ড বেশি হেয়ালি, ঠিক তোমার মুখের উপর ঘিরে থাকা

কালো কেশের মতোই। কোনো মতেই গুছানো হয় না।

ধেয়ে আসে, ভেসে আসে, ইচ্ছায়-অনিচ্ছায় ঢেউ খেলে আসে।

আছড়ে পড়ে কী যেন এক ক্ষেধের ছাটায়। কি যেন কথা উঙলে

ওঠেতে তাড়না দেয়। বাতাস যেমন- 

আকাশ থেকে মেঘে সরিয়ে দেয়,

ঠিক তুমিও;  তোমার নখের আলতো স্পর্শে ওই কেশ…

 

তুলি দিয়ে আঁকা কোন লতা-পাতা জড়ানো গাছের

গাঁ ঘেঁষে উঁকি দেয়া ফুলগুলো কতই না সুন্দর!

ঐ গাছ, ঐ লতা, ঐ ফুলের অন্তরে না জানি কত-

সুখ খেলা করে চলে! অন্তর আত্মার সাথে মিষ্টি মিষ্টি-

হাসির ছটা উছলিয়ে উঠে গোপনে গোপনে।

তুমি হয়ত জানো কিন্তু মানোই না। পটলচেরা ঠোঁট জোড়া–

সুখের উছল ঢেউয়ে উত্তাল সমুদ্রে মতোই;

ঠিক বসন্ত কোকিল তার ডানা ঝাপড়ানোর বায়ুর তুড়ে

ঝরে পড়া তারই পাপড়ির উচ্ছ্বাস আনন্দ ভেলা।

তুমি জানো না হয়তো, হৃদয় বিদ্ধ করার

সমস্ত আয়োজন বিধাতা তোমাকে ঢেলে দিয়েছে।

ফুল, পাখি, আকাশ, সুনীল সাগর, 

এই মায়া ভরা রাতের আকাশ,

মনোলোভা সুর যেন তুমিই; 

যা কেবল, আমার হৃদয়ে আঁকা স্বপ্ন তোরণ।

তুমিই…

 

 

দেখেছিলাম বলে

তারিকুজ্জামান তনয়

২১শে মে ২০২৩ ঢাকা।

 

 

 

 

 

আরও কিছু কবিতা/লেখার তালিকা দেওয়া হল:

 

 

 

 

 

🌿 বুনোপুষ্প – সাহিত্য সুখী করে
🍊🍏 ওয়েবসাইট: 👉 www.bonopushpa.com

 

 

🌹🌹🌹🪷🪷🪷🪻🪻🪻🪻🌷🌷🌷🌷🌹🌹🌹

 

 

 

 

0 0 votes
Article Rating

Leave a Reply

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments