ধানের ক্ষেতে দোয়েল ও ফড়িং – বাংলা ছড়া
ধানের ক্ষেতে দোয়েল ও ফড়িং 🐦🐦
ধানের ওই ক্ষেতে
দোয়েল আছে লুকিয়ে,
যেই ফড়িং উড়ল
খপাশ করে ধরল!
ফড়িং বলে কেঁদে–
আমায় দেনা ছেড়ে।
দোয়েল বলে– ক্ষুধায় জ্বলি,
খাব তোকে মচমচিয়ে।
লেখক: তারিকুজ্জামান তনয়
প্রকাশের তারিখ: ২২ অক্টোবর ২০২৬
স্থান: শেওড়াপাড়া, ঢাকা (সকাল)
কথা সুন্দর, যদি ঝংকার থাকে।
গল্প পড়তে পারো ☀️🌸
বুনোপুষ্প – সাহিত্য সুখী করে
বাংলা কবিতা, ছোটগল্প ও সৃজনশীল সাহিত্য পড়ুন ও অনুভব করুন
🌐 www.bonopushpa.com
YouTube 🌾🌾🌾