নির্মল ছন্দ – কবিতা
নির্মল ছন্দ – কবিতা
তারিকুজ্জামান তনয়
কবিতার খাতা খানি ভরে আছে স্বপ্ন লিখে লিখে,
বাগানের ফুলগুলো ফোটেছে হেসে হেসে!
এক গুচ্ছ স্বপ্ন আর ডালাভরা ফুল ছিটিয়ে দিলাম তোমার তরে,
বৃষ্টি ঝরে ঝরঝর মৃদু-মন্দ ছন্দে দুলে দুলে!
গীতিময় দিনটুকু ছন্দিত হোক পদ্মের ছন্দে ঝরণার উল্লাসে,
তুমি-আমি এটুকুই নীরব ধ্বনি, বটে; প্রতিটি স্মরণে স্মরণে!
১৫ জুন’২০২৫
শেওড়া, ঢাকা।
🌿 বুনোপুষ্প – সাহিত্য সুখী করে
🍊🍏 ওয়েবসাইট: 👉 www.bonopushpa.com
গীতিময় দিনটুকু ছন্দিত হোক পদ্মের ছন্দে ঝরণার উল্লাসে,
তুমি-আমি এটুকুই নীরব ধ্বনি, বটে; প্রতিটি স্মরণে স্মরণে!
🔗 আরও পড়ুন — Bonopushpa.com
🌸 নিভে যায় নি আলো — পড়ি
🌿 স্ত্রীর কৃপণ হাসি — পড়ি
🌺 কালো মেঘ কথা রেখেছে — পড়ি
🌼 ফুল ফুটেছে ঐ — পড়ি
🌷 মৌমাছি — পড়ি
🌻 না বলা দুঃখ — পড়ি
🍂 গোলাপ ফুলের কথা — পড়ি
🌾 দৌবযোগ — পড়ি
🌱 অমলের স্বপ্ন — পড়ি
🌴 গোলাপের হাসি ফুটেছে — পড়ি
খুব ভাল