নিষ্ঠুর পথ — কবিতা
🌿 নিষ্ঠুর পথ
তারিখ: ১৬-০১-২০২০
লেখক: তারিকুজ্জামান তনয়
⭐ কবিতা
যে পথ রুদ্ধ করেছো,
সে পথে যেন না চলি।
যে পথ অন্ধ করেছো,
সে পথে আলো আর না জ্বালি।
যে পথে পথে অশ্রু ঝরে এসেছি,
সে পথে আর হাসির পদাঙ্ক রচনা না করি।
বুঝিয়েছে সেই পথ— ‘ও পথ আমার নয়।’
সে পথে ভিখারী দশা— আর নয়,
তার বিড়ম্বনা আর না করি।
💬 কবিতার ভাবনা
এই কবিতায় রয়েছে ভাঙা সম্পর্কের কষ্ট, ভুল পথে হাঁটার বেদনা এবং নিজেকে দেখার এক নতুন উপলব্ধি।
একটি কঠিন জীবনের মোড় আমাদের শেখায়— যে পথ আমাদের জন্য নয়, সেখানে আর ফেরার প্রয়োজন নেই।
সে পথে ভিখারী দশা— আর নয়,
তার বিড়ম্বনা আর না করি।
বুনোপুষ্প – সাহিত্য সুখী করে

ওয়েবসাইট:
www.bonopushpa.com
আরও পড়ুন — Bonopushpa.com
নিভে যায় নি আলো — পড়ি
স্ত্রীর কৃপণ হাসি — পড়ি
কালো মেঘ কথা রেখেছে — পড়ি
ফুল ফুটেছে ঐ — পড়ি
মৌমাছি — পড়ি
না বলা দুঃখ — পড়ি
গোলাপ ফুলের কথা — পড়ি
দৌবযোগ — পড়ি
অমলের স্বপ্ন — পড়ি
গোলাপের হাসি ফুটেছে — পড়ি