তবে এটাই, তুমি বেশি কথা বলো না | বাংলা শায়েরী | তারিকুজ্জামান তনয়
বাংলা শায়েরী 🌾
তারিকুজ্জামান তনয়
তবে এটাই, তুমি বেশি কথা বলো না।
যদি তা মিথ্যে হয়– তবে, ফের ফেরা যায়?
যে মুখ থেকে থুথু ফেললে– তা, ফিরাবে কী করে?
কিন্তু মুখে আরও লালা জন্মাবে– তখন?
তুমি-আমি কেউ ফুল নই; আমরা কেবল ফুল হতে চেয়ে–
আমৃত্যু লড়াই করে যাই। –এটা যেন।
২১ নভেম্বর ২০২৫
তুমি-আমি কেউ ফুল নই; আমরা কেবল ফুল হতে চেয়ে–
আমৃত্যু লড়াই করে যাই। –এটা
বুনোপুষ্প – সাহিত্য সুখী করে
বাংলা কবিতা, ছোটগল্প ও সৃজনশীল সাহিত্য পড়ুন ও অনুভব করুন
🌐 www.bonopushpa.com