হয়ত কেউ-ই বলেনি

হয়ত কেউ-ই বলেনি, মন খারাপ করো না।

অনেকগুলো খারাপ দৃষ্টি থেকে তোমার বিধাতা তোমাকে আড়াল করে রেখেছে।

বরং এটাই বড় শুকরিয়া।

কসম, তুমি যত অসুন্দর হও না কেন,

নিশ্চয়ই তোমার সৌন্দর্য আছে; যার ফলে তুমি-

কলঙ্কিত হতে পারতে।

 

১৪ ফ্রেব্রুয়ারী’২০২৫

ঢাকা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments