অশ্রঞ্জলি

অনেক জল ঝড়ে গেলো চোখ থেকে।

আর তুমি বললে, এ জল নয়; এ হলো ফুল।

জলের প্রতিটি ফোঁটা-ই তরুণ ফুল; আর

ছিটে পড়া কণাগুলো রঙিন পাপড়ি।

আমি মেনে নিলাম; যেমনটি মেনে নিয়েছি

হাজারো বর্ণমালার থেকে গুছিয়ে-

‘ভালোবাসি’ শব্দটিকে!

যা আমাকে চিরবন্দি করে নিয়েছে।

মেনে নিয়েছি তা।

আর, যে সকল ঘিরে তুমি নেই-

তাই আমার উছল প্রাণে উচ্ছিষ্ট।

জেনো, এ ঝরে পড়া অশ্রু,

ফুল ফুটিয়ে অঞ্জলি দিয়ে যাবে চিরকাল।

অশ্রঞ্জলি

তারিকুজ্জামান তনয়

২৪ জানুয়ারী’২০২৫

ঢাকা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments