কেনো জানা নেই

এ কেমন অপেক্ষা আমার।

কেন জানা নেই এর কারণ?

রাত হলে সাবাই জানে দিন আসবেই,

আর দিন হলে রাত!

প্রাণ থাকলে মৃত্যু!

তবে কি জীবন থাকলে সঙ্গী!-

কেন জানা নেই?

অপেক্ষাই কি এর শেষ পরিণতি?

তোমরা তো জানোই-

‘অপেক্ষা মানেই মৃত্যুর জ্বালা।’

আমার কি এই-ই পরিণতি?

এ কি আমার স্বেচ্ছা বিষ মালা?

আমি যে কবে তার সাথে-

প্রেম লীলায় মাতিবো আর?

এ কেমন অপেক্ষা আমার!

কেন জানা নেই এর কারণ?

কেনো জানা নেই

তারিকুজ্জামান তনয়

ডিসেম্বর’২০২৩, ঢাকা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments