এ খুব সামান্য ব্যাথা

খুব সামান্য ব্যথা; অথচ অস্থির লাগে।

ঠিক এমন যেন,

বোতলের মাথার ছিপিতে আটকে আছে।

শুধু সামান্য খসে যাবার অপেক্ষায়।

দিনের পর দিন, রাতের পর রাত

সেই অপেক্ষাতেই কেটে গেলো।

অথচ হৃদয়ঘর থেকে ব্যথাটুকু

বেরোবার এতোটুকু পথ খুঁজে পেলো না।

এখন সে ব্যথাটুকু হৃদয়কে মরু করে চলছে।

আমি নিত্যদিনের মতো-

নিরুপায়ের অসহায় ক্রন্দন করে যাচ্ছি।

এ ব্যথার আষ্টেপৃষ্ঠে কোনো ক্রন্দন নেই;

কেবল দীর্ঘশ্বাস ছড়ানো ঘন কালো মেঘ।

বিভ্রান্ত আশা, বিজলির কাছে আলো চাওয়ার

মতো নিষ্ফল আকুতি ভরা মিনতি কেবল।

এ খুব সামান্য ব্যথা; অথচ অস্থির লাগে।

এ খুব সামান্য ব্যাথা

তারিকুজ্জামান তনয়

১৪-১২-২৩ ঢাকা

0 0 votes
Article Rating

Leave a Reply

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments