এইতো ভালো হলো

এইতো ভালো হলো, 

নীল আকাশের সাথে কথা বলতে বলতে

মেঘ এসে গেলো।

এইতো ভালো হলো।

তার সুরে সুর মিলাতে মিলাতে

ভালো লাগতে লাগতে

আশা জাগলো; তাই ও-

বেদনা জমলো।

নীল আকাশের সাথে কথা বলতে বলতে

মেঘ এসে গেলো।

এইতো ভালো হলো।

এইতো ভালো হলো

তারিকুজ্জামান তনয়

৭ জুলাই ২০২৪

ঢাকা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments