খিচুড়ি ভোজের দাওয়াত

কিচ্ছুর আয়োজন নাই,
কি রান্না হবে তার কোনো ভাবনা নাই।
বাহিরে ঝরছে মুষল ধারার বৃষ্টি,
কি করি, আহা কি করি ভেবে না পাই;
হোক তাই, যা তা, মন যা চায়।
এক হাতে পেটো পাতিল আর হাতে চামচ,
চাল কিছু, ডাল তার পিছু পিছু,
আর কিছু সবজি আর ভাসানো জল।
সাঁইসাঁই করে জ্বলে উঠলো আগুন,
আর গান বাজল ওদিকটায়।
গড়গড় আওয়াজ আর বাষ্পের কুণ্ডলি-
এর মাঝে এপাশ-ওপাশ নাড়াচাড়া;
অবশেষে রান্না হল জম্পেষ খিচুড়ি!
ঝুলা টাইপ হয়েছে বটে,
জিবে এল টসটসে জল,
এতটুকু দেরি হলে- স্বাদ যাবে তল!
এতটুকু আঁচার, আর সরষে তৈল,
গরম গরম স্বাদ ভারী, আছে মচমচে খই!
কাজে কাজেই- দেরি কেন,
জনে জনে নিমন্ত্রণ নিই!
হোক তাই, হোক মোজ,
আজ সন্ধ্যের খিচুড়ি ভুজ।
খিচুড়ি ভোজের দাওয়াত
৩১-০৫-২০২৫
শেওড়া, ঢাকা।
💥❤️❤️❤️
1 1 vote
Article Rating

Leave a Reply

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments