আকাশ থেকে শিক্ষা
আকাশ আমায় শিক্ষা দেয়
উদার হতে, বহুরূপী সাজতে
গাম্ভীর্য, রেগে গড় গড়
আবার কোমল হয়ে কাঁদতে।
মা করেন লালন,
তুমি তেমন কর দিনের পালন।
দিনের কর জন্ম, কর বৃহৎ শীর্য,
আলো কেড়ে নাও, দিনে হয় মৃত্যু।
আবার আগমন ঘটাও-
কোমল, স্নিগ্ধ মায়াবী রাত।
হীরের টুকরো সমেত থোকা-থোকা জ্যোস্না,
কলঙ্কিত সাদা চাঁদ।
প্রফুল্ল-বিষাদ পাশাপাশি বহে,
আকাশ আমারে এমনি শিক্ষা দেয়।
–
আকাশ থেকে শিক্ষা
তারিকুজ্জামান তনয়
০১ জুন ২০১৮ (রাত- ১০ টা)