সত্য হলো আলো
সত্য হলো আলো। আর মিথ্যে তার ছায়া।
তুমি যদি সম্মুখে এগিয়ে যাও; তবে–
পেছনের দূরত্বও ততটা বাড়ে।
সত্যের প্রতি তোমার যত বিশ্বাস,
মিথ্যে তোমার মনকে তত প্রশ্ন তৈরি করবে।
তাই, এমন আলোয় আলোকিত হও যেন
তোমার বিশ্বাসকে আঁধারে ডুবাতে না পারে।
সত্য হলো আলো
তারিকুজ্জামান তনয়
২০২৪