প্রিয়

প্রিয়,

তোমার চোখ দু’টো পদ্ম,

হাসি– খই; ঠোঁট– বিজলী,

চুলগুলো চঞ্চলা মেঘ;

তোমার কাছে ঝড়ো হাওয়া হয়ে উড়ে যেতে ইচ্ছে করে– খুব।

কণ্ঠ– বাঁশি, হেঁটে চলা– বাঁকা নদী,

কান্না– ঠিক ওই ঝর্ণা, বিমর্ষ– গোধূলি;

তোমার কাছে বিস্তীর্ণ মাঠ পেরিয়ে দৌড়ে যেতে ইচ্ছে করে।

ফুল তোমার রূপের কাছে মলিন,

ওই নীল আকাশ তোমার উদাসীন চোখের কাছে ম্লান।

তুমি আমার; আমার- চিৎকার করে বলতে খুব ইচ্ছে করে।

তুমি ধুলোর উন্মত্ত সৌন্দর্য, 

পাথরের শীতলতা,

আমি বায়ুর তুড়ে ছিঁড়ে ভিনভিন করে ছুটে চলা রঙিন পাপড়ির মতো…

প্রিয়

তারিকুজ্জামান তনয়

নভেম্বর’২০২৪

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments