মোর ছায়া
কোথা যাও কোন দূরে, হেথা পাবে মোরে;
পলক সম বিচ্ছেদ ঘুচাও চোখের পাতা মিলনে?
আলো আছে, ছায়া আছে নূতন নূতনের ভীড়ে,
এতটুকু নূনা জলে উঠে নাকো আঁখি ছলছলে?
দূর পানে নেই হেথা ফোটা ফুলের ঝুঁটি,
দোল খেলে হাসি মুখে বাতাসের সাথে মিশি?
যদি হেথা কয় কথা ডালে বসে পাখি,
এতটুকু স্মৃতি ভার উঠে নাকো ঝিলিমিলি?
মোর ছায়া
তারিকুজ্জামান তনয়
মনের উপর যে ছায়া, তা বড্ড কাতর থাকে।
❤️