প্রতিশ্রুতি
আমি জিজ্ঞেস করি-
সেদিনের সেই এক ফোঁটা অশ্রুতে
–কী বুঝিয়েছিলে?
তুমি আজ রইলে নিরবে!
অথচ সেদিন–
কোনো কথা না বলে
অনেক কথা বুঝালে;
আর একটি কথা ছড়ালে প্রাণে।
সে দিনের সেই অশ্রুতে ছিলো না বুঝি–
–কোনো প্রতিশ্রুতি?
–তাই বুঝি আজ রবে নিরবে?
–
প্রতিশ্রুতি
তারিকুজ্জামান তনয়
৮মে’ ২০২৪
শেওড়া পাড়া, ঢাকা