তবুও কেন?
প্রেমের পূর্ব শর্ত কি–
তোমাকে পুুড়তে হবে,
কাঁদতে হবে,
মরতে হবে।
‘জেনে-শুনে-বুঝে’ আগুন নিয়ে খেলা,
পাগল না হলে এই পথে পা বাড়ায়?
এমন কেহ নেই বলবে– ‘প্রেমে দুঃখ নেই!’
তবে, এ পথে হাঁটে কেন? হাঁটি কেন?
সু-সজ্জিত পেয়ালে ভরা বিষ দেখে–
অবলীলায় পান করে উঠে।
সে কি সত্যিই মূর্খ, আহাম্মক, জ্ঞান শূন্য!
মৃত্যুর দ্বারে দাঁড়িয়েও সে উল্লাস করে,
নক্ষত্র রাজির সৌন্দর্য কে ম্লান করে।
যদি পুড়ে হাত মলম দিতে পার,
যদি পুড়ে পা সেখানেও মলম দিতে পার।
আর যদি পুড়ে অন্তর; তবে–
কোন স্থানে মলম দিবে?
অন্তর পোড়া মানে সর্বাঙ্গ পোড়া!
অন্তর পুড়া মানে তোমার ভূত-ভবিষ্যৎ পোড়া!
তবুও– কেন?
প্রজাপতির রং নিয়ে গড়ে প্রেম,
তাই তো চোখের পড়ে বসে স্বপ্নের দ্যুতি ছড়ায়।
মনে করে সর্বত্রই প্রজাপতি উড়ে,
ফুলে ফুলে ঘাসের ডগায় বাহারি ক্রীড়ায়।
সত্যিই কি তাই প্রজাপতি উড়ে?
নাকি– কাগজ পোড়া গন্ধ ভাসে?
প্রেম! প্রেম নাহি চাই- দূরে থাকো তুমি,
বিশেষ যন্ত্রণা ছাড়া কি দিয়েছ– তুমি?
কি লীলা–
ঘৃণা করি যত ততই বাড়ে নেশা,
তবে কি সকল শর্তই মেনে নেবো!
তবে কি আমাকে পুড়তেই হবে?
তবুও কেন?
তারিকুজ্জামান (তনয়)
১৫-০৯-২০১৯