সনেট কবিতা

ছুটি হলো আজ, কাল যাবো বাড়ি। পথ

মোরে ডাকে- বধূ আছে চেয়ে ভেজা আঁখি

মেলে! সে, লাল ফুলের মালা গেঁথে আছে

আড়াল করে স্বপন! কেহ যদি সাধে-

এমন নাগর কারো বুঝি নাই? যৌথ

রসে ডুবে ঠারাঠারি; তামাশার সখী

করমর্দন! লাজুক বউ মোর পাছে

কৃষ্ণচূড়া’রঙে মরে লজ্জাবতী’সুধে!

 

হায়! তার হৃদে কত কথা আছে  জমে-

রূপে/অহমে। আরও আছে কৈফিয়ত

-এত দেরি হওয়ার কারণ না মেনে!

এমন সুশ্রী বধূর পরম প্রেমের

ক্লেশের ধিক্কার জানাই মোরে; কোন হেমে

জানাবো হে নিরুপম তুমি রানি প্রীতে।

বধূ প্রতীক্ষায়

তারিকুজ্জামান তনয়

১৫ ডিসেম্বর’২০২৪

 

 

হায়! তার হৃদে কত কথা আছে  জমে-
রূপে/অহমে। আরও আছে কৈফিয়ত
-এত দেরি হওয়ার কারণ না মেনে!

 

 

 

 

 

📌 Related Posts

 

 

 

 

🦜 ✍️ সাহিত্য সুখী করে : বুনোপষ্প

 

 

 

🍁🍁🍁🍄🍄🍄🪸🪸🪸💐💐

 

 

 

0 0 votes
Article Rating

Leave a Reply

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments