সাহিত্য হলো মনের আঙিনা জুড়ে যে কথাগুলো অত্যন্ত সুশ্রীভাবে ঘুরে বেড়ায়, তা আরও মার্জিত ভাবে ফুলের পাপড়ি মতো ধরাকে বুঝানো হয়।
সাহিত্য মানুষকে নির্মল আনন্দ দেয়।
সাহিত্য সুখী করে।
এমন ভাবনাগুলোকে পাপড়ির মতো ফোটে তুলতেই আমার এ ক্ষুদ্র পয়াস।
বুনোপুষ্প তোমাকে সুখী করে তুলতে সারথী হোক।
নিজে পড়ুন এবং অপরকে পড়তে উৎসাহিত করুন