এই ভালো
এই বেশ ভালো হলো-
যে পানে চেয়ে দেখবো তার রূপ,
সে পানে ব্যথার সায়র বলবে-
“ভুলে গেছে গো।”
এই বেশ ভালো হলো।
নিদারুণ হয়েছে দারুণ বিস্তৃত মলয়ে,
কাঁকনের শব্দে শব্দে-
তারার মতো ফুল ফুঁটেছে ঝলমলে
গভীর যত গভীর– ততধিক সায়রে।
ফুটতো তখন ফুল- মোদেরে জড়ায়ে তার সুবাসে,
কোন তারা কোমল, মিটিমিটি-
ঘর গড়তো তার আঙ্গিনাতে।
সে খেলা ভেঙ্গে গেছে গো।
এই বেশ ভালো হলো।
সে কালে বলেছিলে-
যেমন রয়েছো তেমনি ভালোবাসি,
একালে এসে বললে-
বাস্তবতা হারায়।
শেষে এসে হলে তুমি- বিজ্ঞ- ও!
এই বেশ ভালো হলো।
মন নিয়ে চতুরতা নয় কোন সমাধান,
আগুন দাউদাউ পুড়ায় করে উল্লাসে; কাঁদে অন্য।
হয়ত সে ব্যথায় পাথর হয়ে যাবে,
কিন্তু, আগুন একেবারেই হয় নিঃস্ব।
এই তো ভালো হল- আগুন ধরিয়ে দিলো।
এই বেশ ভালো হল।
–
এই ভালো
তারিকুজ্জামান তনয়
—**—