এই যে এদিকে আছি
একবার ফিরে তাকাও। হুম- এই যে এদিকে।
না না, হচ্ছে না তো। এই, এই যে এদিকে।
উফ পাশ ফিরে নয়। এদিকে। না না-
ও পাশটাতেও নয়। কেন বুঝো না?
এই যে এদিকে। বাম পাশে নয়; আরে-
ডান পাশে খোঁজো না! ওখানেও নয়।
থাক, আর রাগ করো না।
রাগলে খুঁজে পাবে না।
মুখখানা চালতা ফুলের মতো করো;
কৃষ্ণচূড়া ফুলের মতো হেসো;
কাঁঠালচাঁপা ফুলের মতো সুগন্ধি বিলাও।
এই যে এদিকে তাকাও। তাকাও না!
উপরে খোঁজো না। পাবে নাহ!
ওখানে মেঘ আর নীলের খেলা চলে।
আর মাটিতে? না না ও বড্ড শান্ত-শীতল।
কেন বুঝো না- এখানে। এই যে এদিকে!
ইস্! তোমায় সাথে আড়ি আড়ি আড়ি। কথা কবো না।
না না না। তুমি খুঁজেই দেখো না।
ফের মিনতি কেনো? ইচ্ছে জেগেছে। আচ্ছা তবে!
আমি আছি… এবার তাকাও… পাবে আমায়…
‘শোনো… ও চোখ যেদিকে যায়,
হদয় সাথে ছবিখানা মোর এঁকো তায়;
খুঁজে পাবে মুক্ত রঙিন মেলায় মেলায়।’
–
এই যে এদিকে আছি
তারিকুজ্জামান তনয়
২৮শে জুন, ২০২৪
ঢাকা।