আকাশ যত দূরেই থাক
আকাশ যত দূরেই থাক না কেন,
ঐ বিশাল আকাশ তোমারই।
ভেবে দেখো, আকাশ কখনো নীল,
কখনো লালচে, কখনো বিস্ময় রঙে আঁকা!
চাঁদ, তারাগুলোও তোমার তরেই নিবেদিত।
ভালো বন্ধু তদ্রূপ তোমার মণিহার।
নিঃশ্বাস ছেড়ে আপন ভেবে ডাকতে পারো– বন্ধু।
আকাশ যত দূরেই থাক
তারিকুজ্জামান তনয়
২০২৪