একলা বসে
একলা বসে কী ভাবছ,
না কী সঙ্গে আছে কেউ?
সে কী একান্ত-
তার কথা বরং বললেই ফুরায়?
তারে রেখেছ কী ধ্যানে-
তোমার কুসুম তোমার মনে-তে?
বরং সেখানেই চুরি হোক,
বাগান ভরে উঠুক ফুলে ফুলে!
একলা বসে কী ভাবছ,
না কি সঙ্গে আছে কেউ?
সুরে সুরে কী গাইছো গীত নীরব সুরে,
আপন, আরও আপন করে- তারে লয়ে!
একলা বসে
তারিকুজ্জামান তনয়
১৭ জুন’২০২৫
শেওড়া, ঢাকা।