আমার খোদা, এ কোন পরীক্ষায় ফেললে
আমার খোদা, এ কোন পরীক্ষায় ফেললে-
তারে ভুলে যেতে চাই;
তবুও তারেই ফিরে ফিরে মনে পড়ে।
ফুল ফোঁটেছে বাগানে; সেখানেই সুন্দর।
কিন্তু সেই ফুলের দিকে তাকিয়েও
-তারেই মনে পড়ে।
ও আমার খোদা, এ কোন পরীক্ষায় ফেললে-
তারে ভুলে যেতে চাই;
তবুও তারেই ফিরে ফিরে মনে পড়ে।
আমার নেই কি একটুও অবসর হে আমার খোদা?
ওই আকাশের নীল সমুদ্র আমার মন উদাস করে,
সাদা সাদা মেঘ ভেসে গিয়ে আরও ভালো লাগা বাড়ায়।
পাখিগুলো ছিলো বনের আঁড়ালে সুখে গান গেয়ে গেয়ে।
তাদের এমন কি হলো, উড়ে ছুটে গেলো আকাশের পানে।
ও আমার খোদা, এ কোন পরীক্ষায় ফেললে-
তারে ভুলে যেতে চাই;
তবুও তারেই ফিরে ফিরে মনে পড়ে।
দয়া করে শুনো, কানে বাজে যে সুর,
প্রার্থনাটুকু রাখো- ভুলিয়ে দাও মোর মোন।
ও আমার খোদা, এ কোন পরীক্ষা মোর-
তারে ভুলে যেতে চাই;
তবুও তার তরেই কেঁদে উঠে মোন।
–
আমার খোদা, এ কোন পরীক্ষায় ফেললে
তারিকুজ্জামান তনয়
১২ই ডিসেম্বর’২০২৩