আর তুমি তা জানো
হৃদয়, তোমাকে কিছু বলে;
যা তুমি জানো এবং সাড়া দিতে চাও!
এবং তুমি প্রার্থনা কর।
এবং চাও, সেই জেদী কথাটা কেবল
—সেই জানুক।
এবং ক্ষুদ্র কথার তীর
তাকেও বিদ্ধ করুক।
হৃদয়েতে জমে ওঠা সেই মধুকে
ঢেকে রাখা পাপড়িগুলো বিদীর্ণ, অথচ
সুশ্রী হয়ে ফুটে— সুগন্ধ ছড়ায়।
টলমল মধু শুষে নিয়ে যাক— কেবল সেই!
এ হৃদয়ের কথাটা কতটা
তীব্র দাবির! উষ্ণতা ভরা!
আমার এ হৃদয়,
ওই প্রজাপতির ডানাতে ঘিরে ওঠে
তোমাকেই কিছু বলতে চায়।
আর তুমি তা জানো।
সন্ধ্যা বেলায় একটা কবিতার বই
হৃদয়কে আকুল করে তুলে।
গভীর রাত্রি বেলার নিঝুম বৃষ্টি শেষে
হীম হাওয়া সজাগ করে তুলে।
সেই স্মৃতিময় চাঁপা পড়া আবেগগুলো থেকে
একটা সুশ্রী কল্পনা সবুজ লতাপাতায় ছড়ায়।
একাকী ঘরে বারবার মুছে ফেলা চোখটাও
পুনঃবাঁধন ছাড়া অশ্রুতেও হৃদয়ের কথা বলে।
এ হৃদয়, তোমাকেই কিছু বলে…।
আর তুমি তা জানো।
আর তুমি তা জানো
তারিকুজ্জামান তনয়
জানুয়ারী’২৪