প্রভাত এসে দাঁড়িয়ে আছে দুয়ারে
প্রভাত এসে দাঁড়িয়ে আছে দুয়ারে,
কে মোরে করল স্মরণ? জানা আছে তারে।
তারে ভুলি নাই! সেও ভোলে নাই!
দুজনার প্রাণের চাওয়া আজো আছে গোপন।
–
তারিকুজ্জামান তনয়
২০২৫
প্রভাত এসে দাঁড়িয়ে আছে দুয়ারে,
কে মোরে করল স্মরণ? জানা আছে তারে।
তারে ভুলি নাই! সেও ভোলে নাই!
দুজনার প্রাণের চাওয়া আজো আছে গোপন।
–
তারিকুজ্জামান তনয়
২০২৫