বারংবার তুমিই

 

প্রথম ব্যক্তিঃ-

চোখের কোমল পাতা খুলো, এই আমি

দাঁড়িয়ে! পাপড়ি মেলে ফুল যেমন ঐ

সূর্যকে দেখে মেটায় ঊষর বুকের

তৃষ্ণা; তেমনি মিটিয়ে নাও জ্বলে উঠা

প্রাণ কলির ডগায় জেগে উঠা শিখা!

কী চাও? পেলেই হবে মুগ্ধ! বসন্তের

ফুল! নিভৃত দোলন! অর্থবহ চাঁদ!

সেই একই হৃদয়ে বৃষ্টির ছটায়

কতবার যে সজীব করো- হে মৃণাল! 

 

দ্বিতীয় ব্যক্তিঃ

যদি বলো ভুল তবে ছিড়ে যাক ফুল!

আঁধার নেমে আসুক জীবন প্রদীপ

নিভে! রসাল উঠুক উষর তামাটে।

একদার মিটিমিটি জাগা সাড়া আজি-

ঘোর বজ্র বাজে হৃদ বাসনার মূলে,

তীব্র কামনার খোল ভোলায়ে নিজেকে।

 

বারংবার তুমিই

তারিকুজ্জামান তনয়

১৪ই জুন’২০২৩

ঢাকা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments