বিনয়

ফুল, নিজেও জানে না, সে কার মনোরঞ্জন করতে পারবে।

সে কখনোই জানে না, জন্ম তার আদৌ স্বার্থক হবে কি না!

তাই বলে ফুল কখনো ফোটা বাদ দেয় না। তার-

সুগন্ধ, তার হাসিকে লুকিয়ে রাখে না।

বরং সে কৃতজ্ঞ থাকে– ওই সূর্যালোর প্রতি,

বাতাসের প্রতি, পানির প্রতি;

এমনকি তার শত্রু পতঙ্গের কাছেও।

 

বিনয়

তারিকুজ্জামান তনয়

 

বুনোপুষ্প

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments