বলো বলো মিশে মিশে
বেশি বেশি করে বল–
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি।
ফুলের যেমন থাকে মুখে হাসি,
তেমন করে বল, ও ভালোবাসি।
বেশি বেশি করে বল; আরও বল–
অন্তর থেকে মাধুর্য মিশে,
তৃষ্ণা নিবারণে প্রশান্তিময় তুষ্টিতে বল– ভালোবাসি।
আঁধার ছেড়ে আলো–
আলোর শেষে আঁধার পেলে;
অনেক হট্টগোল শেষে নীরব প্রকৃতি পেলে–
যেমন শান্ত-খুশি হও; তেমন করে বল;
আরও মিশে নিঃশ্বাসে নিঃশ্বাসে বল, ওগো বল–
বারেবারে বল ভালোবাসি তোমায়।
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি,
ভালোবাসি প্রতি স্পন্দনের সাড়ায় সাড়ায়।
–
বলো বলো মিশে মিশে
তারিকুজ্জামান তনয়
২৩/০৫/২০২৩ (সকাল), ঢাকা।