বনের হরিণী, নাকি বনফুল

তুমি বনের হরিণী, নাকি বনফুল,

নাকি দক্ষিণ হাওয়া– তুমি মৃদু কম্পণ;

নাকি অশ্রুতে আঁকা ওই বাাঁকা চাঁদ,

নাকি তুমি সন্ধ্যাতারা-ঘেরা রাতের আকাশ?

 

বাউলের গানের ওই সুখটুকু–

নাকি নৃত্তের ওই রুনুঝুন সুখী ছন্দ;

নাকি বুনোহাসের দলের ওই রূপসীটি?

 

নাকি তুমি ওই আকাশের নীল? নাকি সাদা মেঘ?

নাকি প্রেমের কবিতার দুটো লাইন?

ঘাসের ডগায় শিশিরটুকুই? নাকি নূতন কুড়ি?

 

নাকি ফুলের সদ্য ফোটা পাপড়ির সৌরভ,

নাকি প্রেমিকের ধ্যানের মনি?

 

তুমি বনের হরিনী নাকি বনফুল?

বনের হরিণী, নাকি বনফুল

তারিকুজ্জমান তনয়

৩০ জুলাই ২০২৫

5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Md. Rifat Hossain Redhoy
Md. Rifat Hossain Redhoy
10 days ago

এই কবিতাটা যেন একটা জাদুকরী আয়না—যেখানে প্রেম, প্রকৃতি আর কল্পনার সব রূপই একাকার হয়ে গেছে। প্রতিটি পঙ্‌ক্তি যেন একেকটা রূপক, একেকটা প্রশ্ন আর সেই প্রশ্নেই লুকিয়ে প্রেমের অব্যক্ত উত্তর।