চেয়ে ছিল শতবার
সারারাত এক নিস্তব্ধ কান্নার নীরব গুঞ্জন হৃদয়কে ছেয়ে ছিল।
সে বিলাপ চেয়ে ছিলো, কী করুণ করে বেছিল হৃদয়ে- তা তোমাকে দেখাতে।
কিন্তু প্রেমে মাতুল এই আমি, সেই নীরব গুঞ্জনগুলো তোমাকে চেনাতে চাই নাই;
বরং এর সকল কিছুই আড়াল করে রেখে হাসিটুকুই নিবেদন করিতে চাই!
তুমি জেনে নাও…. আমি সব ভুলে থাকতে পারি। আমার হৃদয়ের ঘরে উনুন নেই!
আমি, ঝরঝরে ঝড়ে পরা কোনো ফুলের পাপড়ি কেবল- কেবল সৌন্দর্য বিলাবার ত্বরেই!
তুমি অনেক দূরে…অনেক দূর! আমিও ততদূরেই!
তোমার চোখে জেগে উঠুক শুধুই ঘোলাটে মেঘের ওপারে- নীল আকাশ,
যেখানে হারিয়ে যায় কাঠ পোড়া ধোঁয়া ও পোড়া গন্ধ!
আর আমি, এপারে আকাশ তলে নিশ্চুপ, শুধুই একাকী!
সারা রাত এই নিস্তব্ধ কান্নার নীরব গুঞ্জন তোমাকে দেখাতে চেয়ে ছিল শতবার,
কিন্তু প্রেমে মাতুল এই আমি…………
চেয়ে ছিল শতবার
তারিকুজ্জামান তনয়
০১-১১-২০২৪