দূর প্রেম
এক পশলা বৃষ্টি, এক বাগান ফুল, একরাশ সুগন্ধি,
আর আমার ভালোবাসা তোমাকে সিক্ত করে তুলুক।
তুমি থাক অনেক দূরে। আমি অস্পর্শ দূরে।
তবুও আছো– মনের আঙিনা জুড়ে ঘুরে-ফিরে;
তুমি নেই আঙিনায়। নেই তুমি স্পর্শ দূরত্বে।
বহুদূর–বহুদূর–দূর। যেখানেই, তুমি নিও সেখানেই,
নিও প্রাণ ছোঁয়া রক্তিম তাজা ফুলের সুবাস– প্রেম।
তুমি নিও চোখ চুঁয়া সামান্য জলের ভালোবাসা,
স্বপ্নগুলোর মুকুটে আঁকা রঙিন বেদনাময় আল্পনা।
দূরত্ব ঠিক তোমারও, আমারও–তবুও যেনো-
ভালোবাসা কেবল এক সুতোয় গাঁথা।
প্রেমময় আভরণে আবৃত–ও।
–
দূর প্রেম
তারিকুজ্জামান তনয়
০৪-১২-২০২৩/ ঢাকা