একটু হাসি
হাসি দিয়ে দুঃখ ভুলা যায়!
হাসি ফুরালে আবার দুঃখ জেঁকে বসে।
জোনাকপোকাদের মতো বাঁধন ছাড়া দুঃখগুলোও-
বিভীষিকাময় রাতের মতো এলেও- আবার,
রূক্ষ স্বরে হাসির ছটায় সব ভোলা যায়।
ওই কোন এক কিঞ্চিৎ কথা উঁকি দিলেও,
স্বপ্ন ভাঙার গান মরমরে বেজে উঠলেও,
নীল বেদনা গরল হলেও,
ঐ একটু হাসির ঝাঁকুনিতে
-সব দূরে ঠেলা যায়।
কোন এক টুকটুকে ফুলের দুষ্টু হেয়ালি,
গোপন রসে অরুণ আলোর খেয়ালি।
-ঐ একটু হাসি-ই।
একটু হাসি- তরুণ বাঁশি,
সব ভুলে যাবার তেজি শশী।
-ঐ একটু হাসি।
–
একটু হাসি
তারিকুজ্জামান তনয়
২৯/০৯/২০২৩