এমন কথা
এমন অনেক কথাই আছে তোমাকে বলার, যা আছে-
হৃদয়ের ভাঁজে ভাঁজে শুকনো পাতার মতো শুকিয়ে।
তুমি যদি এর কোন একটার সন্ধান পেয়েও যাও; তবে-
সে পাতার যৌবনা রং আর খুঁজে পাবে না।
সে পাতা অচেনা হয়ে আছে আজ অচেনা রঙে!
এক সময় ইচ্ছে হতো, ঝড়ে পড়া বৃষ্টির জল তোমার পায়ে জড়িয়ে দিই!
এক সময় ইচ্ছে হতো, ফুলের পরাগ এনে তোমার কণ্ঠনালী ছুঁয়ে দিই!
তুমি বিকেলের রোদে হেঁটে হেঁটে এসে বসতে কাছে, কবিতা শুনিয়ে দিই! ইচ্ছে হতো-
তুমি দোলে দোলে হাসলে, খুব করে গাইতে ইচ্ছে হতো।
যদি হঠাৎ হতো, তুমি চমকে উঠতে; আমি বিচলিত!
যদি হঠাৎ হতো, চোখে চোখ পড়ে; আমি সজল!
কত কথা, কত ব্যথা, কত ভুল, কত সুখ, কত মুছে ফেলা, কত স্মৃতি!
থাক না, যাক না, হোক তাই, ভুলে যাই, কত মদিরা তপে, পুড়ে ছাই!- আজ!
এমন কথা
তারিকুজ্জামান তনয়
নভেম্বর ২০২৪