ফের স্বপ্নটুকু
আজ আবার মনে করো-
যে চাওয়া ছিলো তোমার;
ঠিক আমারও, তা আজ
নূতন পাপড়ি মেলে ফুটেছে।
দুজনার সুন্দর কথাগুলো
কলির বুকে লুকায়ে লুকায়ে
কথা শিখেছে। গুটিগুটি স্বপ্নগুলো
পাখির ডানায় সুরভি মেখেছে।
তোমার-আমার আজকের আত্যুতি-
কলির গা ছুঁয়ে পরা সূর্যালোর
উষ্ণতা পেয়ে অতি হৃদয় স্পর্শী
সুন্দর কথাগুলোও, অনুভূতিগুলোও
বাঁধন ছেড়ে, সতেজ হয়ে
মনমুগ্ধ তাজা সুরভিতে
মাতাল হাওয়ায়
হেসে হেসে দুলে দুলে
ভালোবাসার এক ডালা ফুল
এক সুতোয় মেতেছে-
একাত্ম হয়েছে মধুর যাতনায়।
তোমার অনুভূতিটুকু
টুকরো টুকরো করে
আনন্দে ছিটিয়ে দাও।
আমি তারই উদ্বেলে
চিৎকার করে উঠে বলি-
হে গোধূলি, আঁধার ডেকে আনো!
তারাগুলো আকাশের গভীরে
লুকিয়ে নাও। আমি-
তোমারে যে বড়্ড় ভালোবাসি।
আমার সকল একান্ত বাসনা
তোমার হৃদয় ঠিকানায়
তৃপ্তি সুখের উল্লাসে
চোখের পলকে আড়াল করা ওই–
উষ্ণ সুন্দর আনন্দের।
তুমি আবার ভুলে থেকো।
একদিন কিছু না হলেও কিছু
চাওয়া ছিলো,
হে মোহিনী– জেনো!
–
ফের স্বপ্নটুকু
তারিকুজ্জামান তনয়
১৬-০১-২০২৪