ফেরার পথের দিকে – কবিতা – তারিকুজ্জামান তনয়
ফেরার পথের দিকে
প্রথম আলো এলো পৃথিবীর পরে,
ফোটল কোমল ফুল এইতো;
পাখির সুরে মিঠাল সকাল
তরুণ হাওয়ারা দোলে।
জাগল সকলই নব-নূতন করে,
হে প্রিয়, এর থেকেও তরুণ মন ওহে–
তোমার পথপানে চেয়ে চেয়ে।
এত আলো, এত রঙিন সকাল
তবুও লাগে উদাসীন,
তোমার ফেরার পথে চেয়ে মোর মর্মবেদন।
ফেরার পথের দিকে
তারিকুজ্জামান
২০২৫
🌸 আরও পড়ুন — Bonopushpa.com
🌼 আকাশ নীল
🌸 সময়, ফুলের পাপড়ির মতো
🌺 বিনয়
🌿 কে যেন বলেছিলো আমায়
🌷 আমরা মানুষ হিসেবে
🌻 হয়ত কেউ-ই বলেনি
🍀 একটু হাসি
🌹 একটি মুগ্ধফুল ও তার প্রেম বিচ্ছেদ কাহিনী
🍁 ফুল নেবে
🍃 বনলতা ও আমি
📖 আরও ছোট গল্প পড়ুন — Bonopushpa.com
🌹 বনলতা ও আমি — bonopushpa.com/banalata-o-ami
🌺 এক রাতের অমলের স্বপ্ন — bonopushpa.com/ak-rater-amaler-shawpna
🌼 স্ত্রী জান্নুর অনুযোগ — bonopushpa.com/sri-jannur-onujug
🍁 কালো মেঘ কথা রেখেছে — bonopushpa.com/kalo-megh-kotha-rekhechhe-tariquzzaman-tonoy
🌸 গোলাপের হাসি ফুটেছে — bonopushpa.com/golaper-hashi-futesa
🌿 বুনোপুষ্প – সাহিত্য সুখী করে
ওয়েবসাইট: 👉 www.bonopushpa.com
🦃🦚🦚🦃🐓🐈🦜🦜🌲☘️🌱🌱🌱🐦🔥🐦🔥🐦🔥