ফিরে তাকাও
মিষ্টি করে এদিক তাকাও,
দুষ্টু করে নয়;
আঁচল তলে আঁখি লুকাও,
ফের হৃদয় দুষ্টু কথা কয়?
বিজলী যদি উঠে হঠাৎ গগন ফেরি,
দুষ্টু কথা হৃদয় থেকে যাবে চুমি।
–
প্রেম ভরা আঁখি করে দোলাদোল,
হৃদয় বলে তাই তাই– হয়ে মাতুল।
–
ছড়া : ফিরে তাকাও
তারিকুজ্জামান তনয়
২৪ নভেম্বর’২০২৪, ঢাকা।