ফুল

রূপ তার ঠিক তার
কোমল সরষে সাজা;
মন তার সুন্দর,
হাসি তার রাঙা!
রঙ তার চমৎকার
সুন্দর-সুশ্রী;
সবাশ আছে যার
আর যার নাই-
সবে রবে মিষ্ট!
ফুল ফুল ফুল
সবে রবে সুশ্রী,
বিনয়ে আঁৎখান
প্রেমে-যৈবনে সরসী!
কবি বলে প্রেমটুকু,
জ্ঞানী বলে শিখ;
ফুল বলে যাই তবে
সাঁঝের বেলা এলো!
তবে রূপসী যাও ফিরি
পৃথিবী তোমার ছুঁয়ায় ধন্য;
কোনো এক সকালে আবার এসো
রূপ-রঙ-সুবাশ ঢেলে বর্ণ!
–
ফুল
তারিকুজ্জামান তনয়
২০-০৬-২০২৫
শেওড়া, ঢাকা।