ফুল ফুটেছে ঐ
ফুল ফুটেছে ঐ একটু কথা কই
মনের হরষ
গোপন খোলস
খুলে খুলে কই?
যেমন ছিল সকালবেলা,
তা হবে না দুপুরবেলা
মিষ্টি বিকেল কই?
রাতের বেলা
জাগে নীরব ব্যথা
জোনাক জ্বলে ঐ তাই তো জেগে রই!
ফুল দোলে ঐ বায়ুর সাথে
আলো হাসে তার সাথে সাথে
ভ্রমর উড়ে ঐ
কত কথা বলে হেথা
তোমায় লয়ে ঐ!
হরষ জমেছে শুধাই কোথা
প্রেমের পোকা যে খই!
একটু এসে বসলে পাশে- তবেই
মনের খোলস
খুলে খুলে কই?
ফুল কথা কয় রোদ কথা কয়
কয় কথা পাখি;
তোমার আমার গোপন কথা
এমনি এমনিই
জেগে রাখি!
ফুল ফুটেছে ঐ
তারিকুজ্জামান তনয়
শেওড়া, ঢাকা। জুন’২৫