ফুল নেবে
ফুল নেবে একটি? নাকি নেবে মন?
না হয় বলো গো, সত্যি করে–
ভালোবাসো কি আমায়?
কী বেলা কোথায় বহিয়ে যায়
কে বা আছে পিছে,
নাহি মোর জানা.. নাই গো…নাই গো
তবুও হৃদয়ে হৃদয় বেঁধে আছি–
আছি মঙ্গল প্রদ্বীপ জ্বেলে গো।
একটি কথা বলো ওগো, সত্যি করে–
হাসিতে যে দ্যুতি ছড়ায় ঐ চোখে
ছলছল আঁখি বলিছে আমারই বাণী।
তুমি কি ফুল, নাকি আমারও মন–
নীরব কথাগুলো মিলে মিশে।
–
ফুল নেবে
তারিকুজ্জামান তনয়
১৩-০৭-২০২৫, ঢাকা।