ফুল ও হাওয়ার কথা

ফুলের কানে হাওয়া বলে- চলো চলে যাই,
মাঠ ছাড়িয়ে বন পেরিয়ে সুদূর দূর গাঁয়!
মেঘের সাথে বয়ে, পাখির ডানায় আয়,
নীল-মণিহার কত দূরে- চল চলে যাই!
মৃদু কাঁপন হেসে, লাজুক ফুল কয় না কথা বলে-
রাগ দেখিয়ে ছুঁয়া দিয়ে যায়, ফুল শুধু দোলে!
আচ্ছা তবে থাক, দেখা হবে আর,
মেঘ আসবে, বৃষ্টি হবে, তখন হাসি কোথায় লুকায়?
ফুল বলে তাই হেসে- “আচ্ছা গান হবে!”
“ঝড় আনবো ডেকে”- বাতাস বলে রেগে,
ফুল বলে আচ্ছা তাই-“ঝরে যদি যাই,
মনে রেখো তবে!”
আবার কোনো দিন, সেদিন হয়ত আমি নই,
কথা শোনাবে কানে কানে- আমার মতোই!
–
ফুল ও হাওয়ার কথা
তারিকুজ্জামান তনয়
২৮-০৬-২০২৫, ঢাকা।