ফুল নামটির একটি পবিত্র পরিচয় আছে
ফুল নামটির একটি পবিত্র পরিচয় আছে।
আর মানুষ সকল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ।
তুমি মানুষ হয়েও যদি
ফুলের চেয়ে পবিত্র পরিচয় বহন না করো; তবে–
তুমি ফুলের কাছ থেকে শিখে নিও–
‘পঁচা আবর্জনাতেও জন্মে সে কত সুন্দর,
কত হাসি-খুশি ও পবিত্র।
ফুল নামটির একটি পবিত্র পরিচয় আছে
তারিকুজ্জামান তনয়
২০২৪