হে আমার হৃদয়
হে আমার হৃদয়, আজ এ কোন কথা বলো?
অনেক আগের কোনো এক বসন্তে ফোটা ফুল ঝড়ে গিয়েছে আগেই;
আজও সেই ফুলের সুবাশ– কোথা থেকে বয়ে আনো!
চোখের কোণে তার ছবি এঁকে আজও কেনো কাঁদো?
হে আমার হৃদয়, আজ এ কোন কথা বলো?
আমার থেকে আকাশ অনেক দূরে, তার গাঁয়ে মেঘ যায় বয়ে আপন মনে,
রোদ ছেয়ে গিয়েছে বনবিথীকায়; বনের আড়াল থেকে পাখি ডাকে।
হাসিমুখে ফোটে থাকা ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে বাতাস বইছে ধীরে ধীরে,
রঙিন প্রজাপতি উড়ে এলো বলে- হৃদয় কাবু ভিরু বেদনার সাথে।
হে আমার হৃদয়, আজ এ কোন কথা বলো?
হারিয়ে গিয়েছে সে চোখের জলের মতোই–
স্বপ্ন দেখিয়ে, সুখী করে, ডুবিয়ে, মিশে গিয়ে।
তবে কী আরও ছিল জমা– চোখের কোণে,
বেঁচে আছো– যেমন বেঁচে আছি খোঁজে– সকল সুখের মাঝে!
হে আমার হৃদয়, আজ এ কোন কথা বলো…
–
হে আমার হৃদয়
তারিকুজ্জামান তনয়
২৫শে জুলাই’ ২০২৪, ঢাকা।