হৃদায়ের কথাগুলো
হৃদয়ের কথাগুলো এভাবেই আসে হৃদয় থেকে।
কারও কথা মনে পড়লেই হৃদয়ে আগুন জ্বলে ওঠে।
অনেক সময় তাকে অবলীলায় মনে পড়ে!
মাঝে মাঝে এমন উত্তল লাগে- যেন পৃথিবীই থেমে গিয়েছে।
এদিক–ওদিক ফিরে দেখতে ইচ্ছে করে–
যেন সে আছে কাছেই কোথাও আছে দাঁড়িয়ে?
কখনো পাখির সুরেলা সুর শোনে হৃদয় বিনীত হয়;
মনে হয়, ওই পাখিটা আমাকেই কিছু বলতে চায়!
বুঝি, দূর থেকে কেউ কিছু বলতে শেখায়।
কিন্তু না! আর পাখি গায় না। উড়ে উড়ে দূরে চলে যায় কেবল।
ফুলগুলোও কেমন যেন বাতাসের সাড়া পেয়ে ছোটাছুটি করে!
প্রশ্ন জাগে- কোনো সোজা কথা সোজা এসে হৃদয়ে বিঁধে না– কেন?
সে সোজা এসে সোজা কিছু বলছে না-ই বা কেন? অথচ-
আমি যেদিকে তাকাই, যা শুনি, যা স্বপ্নে দেখি,
তার কাছেই কী যেন বার্তা বোবার বেশে পাঠিয়ে দেয়!
আমি ক্লান্ত হই বারেবার। আর এভাবেই আমি কাউকে কিছুই বলা হয় না।
আচ্ছা, আমি যদি আমার হৃদয়কে জিজ্ঞেস করি–
সেও কী উতল হয়? তারও হৃদয়েও কী আগুন জ্বলে?
পাখির সুর অথবা বাতাসে ফুলের দোলা- তার চোখে পড়ে না?
আচ্ছা, সোজা কথা সোজা গিয়ে তার হৃদয়ে লাগে না?
থাকুক! থাকুক সে, যার–তার স্বপ্নে মিশে!
আমার হৃদয়ের কথাগুলো এভাবেই থাকুক–
রোদে পুড়ে নেতিয়ে, আবার সতেজ হোক শিশিরে ভিজে!
ভালোবাসি।
আমার হৃদয়ের কথাগুলো এভাবেই থাকুক– ভালোবাসি তারে!
–
হৃদায়ের কথাগুলো
তারিকুজ্জামান তনয়
—**—