যে বলে— “তুমি সবসময় আনন্দে থেকো”
যে বলে — “তুমি সবসময় আনন্দে থেকো”,
আর তুমি সত্যিই আনন্দে থাকলে—
লিখে রাখো, তোমার এই আনন্দ দেখে
সবার আগে সেই-ই নিন্দা করবে;
তুমি তার চোখে হয়ে যাবে হালকা কেউ।
–
যে বলে — “তুমি সবসময় আনন্দে থেকো”
তারিকুজ্জামান তনয়